What i want to have in my ride

List of (imaginary) gadgets/ things i want in my bike…

  1. প্রতিটি বাইক নিজস্ব স্টাইলের হেলমেট নিয়ে আসবে অর্থাৎ বাইকের সাথেই হেলমেট আসবে। এতে ক্রেতাকে আরো বেশি নিরাপত্তা নিশ্চিত করে দিতে পারবে কোম্পানীগুলো। বাইক বুঝে গুনগত হেলমেট সংযোজিত থাকবে। যেমন উচ্চ গতি বা পার্ফরফেমন্স বাইকের সাথে চারটি সার্টফিকেশান সম্বলিত হেলমেট দেয়া থাকবে। এতে কোম্পানীগুলো নিজেদের স্বকীয়তা ধরে রাখার জন্য হেলমেটে তার ভোক্তাদের সুবিধা দিতে নানা ফিচার এড করে দিতে পারবে বা দেয়ার সুযোগ পাবে।
  2. মিটারে ইন্টিগ্রেটেড নেভিগেশান সিস্টেম, যা ব্লুটুথ হেলমেট সিস্টেমের মাধ্যমে দিক নির্দেশনা দিতে পারবে বাইকারকে।
  3. একটা ইমার্জেন্সি সিস্টেম, যাতে বাইক এক্সিডেন্ট হলে প্রিপ্রোগ্রাম নাম্বারে কল এবং লোকেশান চলে যাবে এবং আন অথরাইজড কেউ বাইক স্টার্ট করার চেষ্টা করলে রাইডার কে কল করতে পারবে…
  4. নাইটভিশন হেলমেট…
  5. হেন্ডেলবার এয়ারব্যাগ বা এয়ারব্যাগ হেলমেট… সাধারণত মুখোমুখি সংঘর্ষে রাইডারের মাথা সামনের গাড়ির সাথে বাড়ি খায় ফলে এমন একটা সিস্টেম করা যেন এয়ারব্যাগ সেটা রোধ করতে পারে।
  6. ওজন নির্দেশক। রাইডারের ওজন বা, বাইকে বর্তমানে কি পরিমানে ওজন চাপানো হয়েছে সেটা ইন্ডিকেট করতে পারবে।
  7. টায়ার প্রেশার নির্দেশক…
  8. পূর্ব নির্ধারিত নাম্বার থেকে মোটরসাইকেলকে কল করতে পারবে মুথাসাইকেলের লোকেশান জানার জন্য…তবে লোকেশান শেয়ারিং ডাইনামিক এবং ফিক্সড উভয় অপশান থাকতে হবে।
  9. হেলমেট এটাচ সিস্টেম যেন হেলমেট নিরাপদে বাইকে লক করে রেখে যাওয়া যায়।