Unmarked Destination

সবকিছুরই একটা সময় আছে। তাই সময়মত সেসব না করলে পরে হাজার চাইলেও কেন যেন আর করা হয়ে উঠে না।

তাহলে কিসের জন্য বসে আছেন?

হাজার টাকা, প্রভাব, ক্ষমতা কিছুই আপনাকে সহায়তা করবে না সেসব দিন ফিরে পেতে। তাই সময় থাকতে ভুল করে হলেও সময়ের কাজ সময়েই করুন। পরবর্তীতে নানা কিছু নিজেকে বুঝাতে পারবেন কিন্তু কাজগুলো আর করতে পারবেন না কিছুতেই।

আমি আর যাই করি, যেন আফসোস না থাকে সেই নীতিতে বিশ্বাসী। কষ্টটা সয়ে যায় কিন্তু আফসোস বয়ে বেড়াতে হয়। তাই ভুল করে করি আর যেভাবেই করি, আফসোস করার সুযোগ রাখতে বড়ই নারাজ আমি।

আপনি যদি অর্থ, ক্ষমতার স্বপ্ন দেখেন তাহলে আপনাকে সে পথেই হাটতে হবে, এ নিয়ে দ্বিমত করার কিছু নেই। কিন্তু যদি তা না হয়, তাহলে জীবনের মূল্যবান সময়গুলো কেন কেবলই অলীক স্বপ্নের পেছনে ছুটে বেড়াবেন। ছায়া ধরার জন্য স্পীড খেয়ে লাভ কি? বরং আলোর দিকে ছুটে চলুন, ছায়াই আপনার পেছনে ছুটতে ছুটতে হারিয়ে যাবে।

হারিয়ে যাবার নেশাটা বড্ড বেয়াড়া হয়। স্বপ্নের মত চেনা মুখগুলো কেবল হাতছানিতে ডাকে কিন্তু কোথায় যেন হারাবার তাড়নাই ভাসিয়ে নিয়ে চলে অপরিচিত গন্তব্যে। বৈচিত্রময় কাংক্ষিত বা অনাকাংক্ষিত নতুন নতুন ঢেউয়ে চড়ে ভাসবেন আপনি।

এক জায়গায় বেশিদিন থাকা হলো না আর।
– কোথায় তুমি? উদ্বিগ্ন কন্ঠে জানতে চাইলো রিকিশি
– জানি না। জায়গার নাম তো কোথাও লেখা নেই।
– খেয়েছ কিছু?
– না…কিছু খেতে ইচ্ছে হয়নি। কোথায় যেন যাবার তাড়া, তাই সারাদিন কেবল বাইক চালালাম।
– তা যাচ্ছ কোথায়?
– সেটাও তো জানি না। যতক্ষণ চালাতে মন চাবে, এরপর যেখানে পৌছাব সেখানে রাত্রিযাপন।

হারাবার সুযোগ যখন আর পাবেন না, চিরচেনা সৌখিনতাও তখন দমবন্ধ লাগে।

তাই তো আর যাওয়া হয় না, যেখানে যাবার কথা। সবাই-ই হারিয়ে যায় নিজ নিজ অজানার ভিড়ে।

হারিয়ে যাক সবাই, ভাল থাকুক সবাই…

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.